লক্ষীপুরে ১০০ পাউন্ড কেকে কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

Loxxmipur১৭ মার্চ (বুধবার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে লক্ষীপুরে ১০০ পাউন্ড ওজনের কেক কেটে দিবসের পালনের শুভ ঘোষণা করা হয়।

সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত আলোচনা সভার শুরুতে এই কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান, সিভিল সার্জন ডা: আবদুল গফফার, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু তাহের প্রমুখ।

এর আগে কালেক্টর ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিবৃন্দসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে জেলা প্রশাসন।

Share this post

scroll to top