ময়মনসিংহে আড়ং বয়কটের ডাক দিয়ে মানববন্ধন

ARONG-MYMENSINGHময়মনসিংহের আড়ং ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আড়ং বয়কটের ডাক দিয়ে প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচী পালিত করেছে ময়মনসিংহের আলেম সমাজ ও সচেতন নাগরিকরা।

মঙ্গলবার বিকেলে নগরীর নতুন বাজারস্থ আড়ং এর আউটলেটের সামনে আড়ং কর্তৃপক্ষ কর্তৃক দাড়ি রাখার কারণে চাকরী থেকে বরখাস্ত করার মত সাম্প্রদায়িক কাজের প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ করেছে আলেম সমাজ।

এ সময় বক্তারা বলেন, দাড়ি রাখার কারণে চাকরী থেকে বরখাস্ত করে আড়ং সাম্প্রদায়িক অপরাধ করেছে। এর মধ্য দিয়ে মুসলিম সমাজকে হেয় করা হয়েছে। তাই আড়ং বয়কট করা এখন নৈতিক দায়িত্ব। বক্তারা আরো বলেন, কাদিয়ানীসহ বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তি ও গোষ্ঠীরা ব্যবসার নামে বাংলাদেশে ইসলাম বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। অবিলম্বের তাদের এ ধরনের কর্মকান্ড পরিহার না করলে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা শরীফুর রহমান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা নূর উদ্দিন, মাওলানা আ: হালিম, মাওলানা আজাহার আলী, মাওলানা তাহলা প্রমূখ।

ARONG Mymensingh

Share this post

scroll to top