গাজীপুরে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার

Mymensingh-Mother-daughter-Arrestপ্রতিবেশী দম্পতির চার মাসের ছেলেকে অপহরণের অভিযোগে কিশোরী মেয়েসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, ময়মনসিংহের গৌরীপুরের গোপালপুরের খোকন মিয়ার স্ত্রী মাকসুদা (৩৫) এবং তার ১৪ বছর বয়সী মেয়ে।

উদ্ধার শিশু জুনায়েদ গাজীপুরের এক ভাড়া বাসায় বসবাসকারী দেলেয়ার হোসেন ও রেমা আক্তারের ছেলে। দেলেয়ার পেশায় ট্রাক চালকের সহকারী এবং রেমা পোশাক শ্রমিক।

দুপুরে বাসন থানায় এক সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশের ডিসি জাকির হাসান জানান, গত ১১ মার্চ জুনায়েদের বাবা ও মা প্রতিদিনের মতো সন্তানকে প্রতিবেশী মোছাম্মত রাশিদার কাছে রেখে কাজে যান।

সেদিন দুপুরে জুনায়েদকে ঘরে রেখে রাশিদা পাশের দোকানে কেক আনতে যান। তবে বাসায় ফিরে জুনায়েদ আর ঘরে পাননি তিনি।

সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে পরদিন জুনায়েদের বাবা এ ঘটনায় বাসন থানায় মামলা করেন।

পুলিশ নানা জায়গায় অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা এলাকা থেকে মাকসুদা ও তার ১৪ বছরের মেয়েকে গ্রেপ্তার করে। শিশুটিকেও উদ্ধার করে তার বাবা-মাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘গ্রেপ্তাররা মাকসুদার ছেলে সন্তান না থাকায় এই অপহরণ করেছিলেন।’ তারা গাজীপুরে জুনায়েদদের ভাড়াবাসার পাশে বসবাস করেন।

Share this post

scroll to top