বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু ফিতা কেটে কর্ণারের উদ্বোধন করেন। পরে তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার ঘুরে দেখেন।
এসময় ডিআইজি ব্যারিস্ট্রার হারুন অর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক এনামুল হক ও পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলমসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।