গুজবের ভিত্তিতে শিক্ষার্থীদের সাহায্য আবেদনের হিরিক!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনলাইনে শিক্ষার্থীদের সাহায্য চেয়ে আবেদন করার হিরিক পরেছে। বিভিন্ন সাইবারক্যাফেতে স্কুল কলেজের শিক্ষার্থীরা লাইন ধরে এই আবেদন করছেন। আবেদন করলেই প্রত্যেক শিক্ষার্থীকে সরকার থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এমন গুজব রটেছে পুরো উপজেলায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন জানান, ‘এরকম কোন চিঠি তারা পাননি। এটি একটি গুজব।’

শহরের বিভিন্ন সাইবারক্যাফে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা নতুন আবেদন ফর্মে ক্লিক করে সাহায্যর আবেদন করছেন। আবেদনে জন্য শিক্ষার্থীদের নিকট থেকে নেওয়া হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা। স্কুল কলেজ থেকে প্রত্যায়ন পত্র আনতে দিতে হচ্ছে ৩০ থেকে ১০০ টাকা।
বিউটি দাশ জানান, ‘মানুষের মুখে মুখে শুনেছেন সরকার থেকে ১০ হাজার টাকা দেওয়া হবে। তিনি তার কলেজ শিক্ষার্থী ছেলে ও ষষ্ঠ শ্রেণীর মেয়ের জন্য সাহায্যর আবেদন করতে এসেছেন। এ পর্যন্ত তার ২৫০ টাকা খরচ হয়ে গেছে।’

শহরের শরীফ লাইব্রেরী এন্ড ষ্টেশনারীর মালিক মিছরা উদ্দন জানান, ‘তিনি ৬০টি আবেদন করেছেন। চাপ বেশী হওয়ায় আজ সার্ভার ডাউন হয়ে গেছে।’

এমএম কম্পিউটার গ্যালারীরর মালিক মো. সোলাইমান পাটোয়ারী জানান, ‘তারা গত তিন দিন ধরে অনলাইনে শিক্ষার্থীরা সাহায্যর জন্য আবেদন করছেন।’

অন্যদিকে, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন ভট্টাচার্য বলেন, ‘এটি সম্পূন্ন একটি গুজব। আমরা শিক্ষার্থীদের সাহায্যের জন্য কোন নির্দেশনা পাইনি। তবে দুই তিন মাস আগে একটি চিঠিতে বলা হয়েছিল সড়ক দূর্ঘটনায় আহত, জটিল রোগে আক্রান্ত, দুস্থ বা প্রতিবন্ধী কোন শিক্ষক, শিক্ষার্থী থাকলে আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই করে কয়েকজন আবেদনকারীকে সাহায্য দেওয়া হবে। গত তিন দিনে প্রায় ২০০ শিক্ষার্থী আবেদনের জন্য তার নিকট থেকে প্রত্যায়ন নিয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমরা কোন নির্দেশনা পাইনি। সরকারের নির্দেশ ছাড়া কোন শিক্ষার্থী ও অভিবাবক যেন এরকম কোন আদেবন না করেন।’

Share this post

scroll to top