ময়মনসিংহের আকাশে বিমান বাহিনীর মুজিব ১০০ প্রদর্শনী কাল

MUJIB-100বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ফরমেশন ফ্লাইংয়ের মাধ্যমে বিমান দিয়ে ইংরেজিতে ১০০ এঁকে উড্ডয়ন শৈলী প্রদর্শন করবে বাংলাদেশ বিমান বাহিনী। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহের আকাশের ওপরে এভাবেই উড্ডয়ন শৈলী প্রদর্শন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

আজ ১৬ মার্চ মঙ্গলবার বিমানবাহিনীর পক্ষে সহকারী বিমান বাহিনী প্রধান উইয়ং কমন্ডার নাজমুল হুদা স্বাক্ষরিত এক আদেশে এমন তথ্য জানা যায়। এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আলতাফ হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, স্বাধীনতার সুবর্ণ জয়িন্তী উদযাপন উপলক্ষ্যে জনসাধারণের মধ্যে একটি আনন্দঘন এবং উৎসব মুখর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী আগামী ১৭ ও ২৬ মার্চ ২০২১ তারিখ দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনার উপর দিয়ে সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ফরমেশন আকারে উড্ডয়ন করবে।

Share this post

scroll to top