চকরিয়ায় আগুনে প্রাণ গেলো ঘুমন্ত ৩ শিশুর

কক্সবাজারের চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চকরিয়ার সাবান ঘাটা গ্রামে জাকের হোসেন মিস্ত্রির ঘরে আগুন লাগে। মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বয়স্করা বের হয়ে প্রাণে বাঁচলেও ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যায় জাকের হোসেনের ২ মেয়ে ও এক শিশু সন্তান।

অগ্নিদগ্ধ হয়ে নিহতরা হলো- মো. জিহাদ (১২), তার দুই ছোট বোন ফৌজিয়া জন্নাত মিম (৯) ও আফিয়া জন্নাত মিতু (৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ৩ শিশুর মৃত্যুর খবর পেয়ে রাত ১টার পর থেকে ঘটনাস্থলে আছি।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, অগ্নিকাণ্ডে ৩ শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহতাব উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা মর্মান্তিক ঘটনাটি আমাকে জানানোর পরপরই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। তিনি জানান ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপক গাড়ি নিয়ে পৌঁছানোর আগেই বসতবাড়িটি পুড়ে যায় এবং তিন শিশুর মৃত্যু হয়। কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।

Share this post

scroll to top