বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আগামী বুধবার (১৭ মার্চ) ময়মনসিংহসহ সারা দেশে বিপণিবিতান বা মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
গতকাল শনিবার অনুষ্ঠিত সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে আজ রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব জহিরুল হক ভূঁইয়া সম্ভব হলে ওই দিন মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য দোকানমালিকদের অনুরোধ জানান।