লক্ষীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে ভয়াভহ অগ্নিকান্ডে প্রায় ৬৫ টি দোকানঘর পুড়ে গেছে। (রবিবার) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক জানা যায়নি।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
রামগতি এবং কমলনগর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট চেষ্টা চালিয়ে ৬টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, আগুনে পৌরসভার ৫৫টি ঢিলসেড এবং পাশর্^বর্তী আরও পায় ১০টি দোকানঘর পুঁড়ে গেছে। পিআইও অফিসের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, চাল এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।