ময়মনসিংহে ধর্মীয় শিক্ষা নিচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষরা। প্রতিদিন ১ ঘণ্টা করে ইমামের কাছে শিখছেন কোরআন পড়া। সেই সাথে তাদের দেয়া হচ্ছে নৈতিক শিক্ষা। তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য এই ব্যবস্থা করেছেন স্থানীয় মুফতি গোলাম মাওলা ভুঁইয়া নামে একজন ইমাম। উদ্যোক্তারা জানান নিয়মিত ধর্মিয় শিক্ষা গ্রহণের ফলে আচরণগত পরিবর্তন এসেছে অনেকের।
এখানে যারা কোরআন পড়া শিখছেন, এদের সবাই তৃতীয় লিঙ্গের মানুষ। প্রতিদিন এক ঘণ্টা করে হুজুরের কাছে তালিম নেন তারা। শুধু কোরআন নয়, এর পাশাপাশি শেখানো হচ্ছে ধর্মীয় অনুশাসন ও আচার আচরণ।
এই কাজের উদ্যোক্তা স্থানীয় মুফতি গোলাম মাওলা ভুঁইয়া নামের একজন ইমাম। তিনি জানান তার ক্লাসে যারা পড়ছেন, সবার মাঝেই এসেছে আচার আচরণের পরিবর্তন।
সুবিধা বঞ্চিত এসব মানুষরা বলছেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রচলিত শিক্ষা লাভেরও সুযোগ চান তারা।