কিশোরগঞ্জ র্যাবের একটি আভিযানিক দল নেত্রকোনা জেলার মদন থানাধীন তিয়শ্রী এলাকা হতে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম শোভন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. জাকির (৩২) কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারিপাড়া এলাকার মো.করিমের ছেলে।
ঘটনার বিবরণে এম শোভন খান জানান, গত পয়লা মার্চ রাতে কিশোরগঞ্জ সদরের কাচারীপাড়া এলাকার এক কিশোরী রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। এসময় ঘরের পেছনে বাথরুমের পাশ থেকে মো. জাকির জোরপূর্বক মেয়েটিকে তুলে নিয়ে দুলাল মিয়ার জঙ্গলে ধর্ষণ করে। ঘটনার পরপরই র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্ত শুরু করে। এরপর নেত্রকোনা জেলার মদন থানার তিয়শ্রী এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি মো. জাকির ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে গ্রেপ্তার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।