ময়মনসিংহের গৌরীপুরে কৃষিঋণ দেওয়ার কথা বলে টাকা দাবি করায় এক ভুয়া ব্যাংক কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।
সোমবার (৮ মার্চ) বিকালে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মহিশ্বরণ গ্রাম থেকে সুজন মিয়াকে (৩৬) আটক করা হয়।
আটক সুজন মিয়া উপজেলার বোকাইনগর ইউনিয়নের কিসমত বড়বাধ গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি নিজেকে কৃষি ব্যাংকের কর্মকর্তা বলে দাবি করেন।
স্থানীয়রা জানান, সুজন মিয়া নিজেকে কৃষি ব্যাংকের কর্মকর্তা দাবি করে ওই এলাকার ইদ্রিস সরকারের বাড়িতে গিয়ে ঋণ দেওয়ার কথা বলে টাকা দাবি করে। তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে বেঁধে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে সুজন মিয়াকে আটক করে।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘প্রতারক সুজন মিয়ার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’