বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে লক্ষীপুরে।
জেলা প্রশাসনের আয়োজনে রোববার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু ভাষণ প্রচার, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা: আবদুল গফফার, ল²ীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরসভার মেয়র আবু তাহের,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: শাহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমসহ অন্যান্য অতিথিবৃন্দ।