ঢাকাSunday , 7 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

Link Copied!

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ উদযাপিত হয়েছে। সকালে নগরীর কালিবাড়িস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট কবীর উদ্দিন ভুইয়া, মমতাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুছসহ দলীয় নেতা কর্মীগণ। পরে সকালে নগরীর পাটগুদাম জয়বাংলা চত্ব¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সিটি মেয়র ইকরামুল হক টিটু।

এদিকে স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি, বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান।

এছাড়াও পুলিশ লাইন্সে স্থাপিত চেতনায় অম্লাানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, পুলিশ সুপার আহমার উজ্জামানসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও কর্মসূুচিতে নগরীর বিভিন্ন এলাকায় জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসন, পৌরসভা ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী কর্মসসূচি পালন করছে। বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়।  দিনটি উপলক্ষে মুক্তাগাছায় পৌরসভার উদ্যোগে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।