নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়ার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তামিম ওরফে তানিমকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এসময় সন্ত্রাসী তানিমের স্ত্রী শিল্পী আক্তারকেও আটক করে পুলিশ। আটককৃত তানিম ফতুল্লা মডেল থানাধীন উত্তর চাষাঢ়া এলাকার খলিলুর রহমানের পুত্র।
গতকাল শনিবার (৬ মার্চ) দিবাগত রাতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। সন্ত্রাসী তানিম কমপক্ষে ৭টি জিআর ওয়ারেন্টভূক্ত আসামি। সে ফতুল্লা মডেল থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তবে আটক তানিমের স্ত্রী শিল্পীরর বিরুদ্ধে কোনও মামলার ওয়ারেন্ট রয়েছে কিনা সেটা যাচাই বাছাই চলছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, শনিবার রাতে চাষাঢ়া এলাকা থেকে স্ত্রীসহ তানিমকে আটক করা হয়েছে। আটককৃত তানিমের বিরুদ্ধে বেশ কিছু মামলার ওয়ারেন্ট রয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধে কোনও মামলার ওয়ারেন্ট রয়েছে কিনা সেটা যাচাই বাছাই করা হচ্ছে।