সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোনায়েম (৬০) নামের এক শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছে। আজ রবিবার সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোনায়েম শিল্প পুলিশ-১ এর উপপরিদর্শক (এসআই)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে। এছাড়া তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল হক জানান, রাতে সরকার মার্কেট এলাকায় দায়িত্বরত ছিলেন মোনায়েম। ভোরে নামাজ শেষে রাস্তা পারাপার হতে গিয়ে কোনো এক অজ্ঞাত পরিবহনের চাকায় নিচে পৃষ্ট হন তিনি৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ফরিদুল হক আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই সাথে ঘাতক পরিবহনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।