বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার উন্নত সড়ক ব্যবস্থা গড়ে তোলতে আন্তরিকতার সাথে কাজ করছে বলে জানিয়েছেন সওজ ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান।
বৃহস্পতিবার দুপুরে নগরীর খাগডহরে সওজ ময়মনসিংহ জোন অফিসের আওতাধীন বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সমন্বয়ে এক গণশুনারি অনুষ্ঠানে সভাপতিত্বকালে তিনি একথা বলেন।
গণশুনারি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সওজ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমান ও সওজ জামালপুর সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী যথাক্রমে মোঃ ওয়াহিদুজ্জামান (ময়মনসিংহ), রিতেশ বড়ুয়া (কিশোরগঞ্জ), মোঃ অলিউল হোসেন (টাঙ্গাইল), কেবিএম সাদ্দাম হোসেন (জামালপুর ), খন্দকার মোঃ শরীফুল আলম (শেরপুর) ও হামিদুল ইসলাম ( নেত্রকোণা) ।
অনুষ্ঠান শেসে সাংবাদিকদের বিভ্ন্নি প্রশ্নের উত্তরদেন কর্মকর্তরা।