পরের উপকার করতে গিয়ে কৃষকের মৃত্যু!

deadনওগাঁর রাণীনগরে আটকে পড়া বাঁশ বোঝাই ভটভটিকে ধাক্কা দিয়ে তুলতে গিয়ে বাঁশের নিচে চাপা পরে ময়নুল হক (৩৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃতু হয়েছে। সোমবার সকালে উপজেলার একডালা ইউনিয়নের বিশঘড়িয়া গ্রামে এঘটনা ঘটে।কৃষক ময়নুল ওই গ্রামের মানিক আলীর ছেলে।

নিহত ময়নুল হকের ভাই ইসমাইল হোসেন বলেন, সকালে ভাই ময়নুল জমিতে লাগানো ধান দেখার জন্য মাঠে যাচ্ছিলেন। এসময় গ্রামের উত্তর পাড়ায় পৌঁছলে রাস্তার চলমান সংস্কার কাজের খনন করা বালিতে বাঁশ বোঝাই ভটভটি আটকে যাওয়া দেখে ধাক্কা দিয়ে ভটভটি তোলার চেষ্টা করেন। এসময় ভটভটি উল্টে বাঁশের নিচে চাপা পরে ময়নুল। স্থানীরা তাকে উদ্ধার প্রতমে আবাদপুকুর বাজারে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায় । সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যাবার সময় পথি মধ্যে মারা যায়।

Share this post

scroll to top