ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পাঁচটি ইউনিটে ঠাঁই পাওয়া বিতর্কিত নেতাদের নাম বাদ দেবার দাবিতে সংবাদ সম্মেলন করেছে মহানগর ছাত্রদল। তাদের অভিযোগ, ওই পাঁচ কমিটিতে বিবাহিত, মাদকসেবী, গরুচোর ও অছাত্রদের নেতা বানানো হয়েছে। মেধাবী, ত্যাগী, নির্যাতিত ও নিয়মিত ছাত্রদের নিয়ে নয়া কমিটি গঠনেরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আহমেদ সানি ও যুগ্ম-সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সজীবসহ অন্যরা এসব দাবি তুলে ধরেন। বিতর্কিত কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানায় বক্তারা।