ঢাকাSunday , 28 February 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইল পৌর নির্বাচন: আটক তিন প্রার্থীকে ভোট শেষে ছেড়ে দেওয়া হবে

Link Copied!

Nandile-Councilorময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন কাউন্সিলর প্রার্থী ও এক সমর্থককে আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোটগ্রহণ শেষ হলে তাদের ছেড়ে দেওয়া হবে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকেতাদের আটক করতে পুলিশকে নির্দেশ দেন সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন।

আটক চারজন হলেন- পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেড়শ প্রতীকের কাউন্সিলর প্রার্থী খাইরুল ইসলাম মানিক, গাজর প্রতীকের আব্দুল খালেক, উটপাখি প্রতীকের রফিকুল আলম ফারুক এবং নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক মোহাম্মদ আরজু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন বলেন, আটক তিন কাউন্সিলর প্রার্থী সকাল থেকেই কেন্দ্রে অবস্থান নিয়ে ভোটারদের লাইনে ঢুকে বিশৃঙ্খলা ও একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে হৈচৈ শুরু করেন। একাধিকবার তাদের সর্তক করা হলেও তা না মানায় পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।