ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন কাউন্সিলর প্রার্থী ও এক সমর্থককে আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোটগ্রহণ শেষ হলে তাদের ছেড়ে দেওয়া হবে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকেতাদের আটক করতে পুলিশকে নির্দেশ দেন সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন।
আটক চারজন হলেন- পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেড়শ প্রতীকের কাউন্সিলর প্রার্থী খাইরুল ইসলাম মানিক, গাজর প্রতীকের আব্দুল খালেক, উটপাখি প্রতীকের রফিকুল আলম ফারুক এবং নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক মোহাম্মদ আরজু।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন বলেন, আটক তিন কাউন্সিলর প্রার্থী সকাল থেকেই কেন্দ্রে অবস্থান নিয়ে ভোটারদের লাইনে ঢুকে বিশৃঙ্খলা ও একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে হৈচৈ শুরু করেন। একাধিকবার তাদের সর্তক করা হলেও তা না মানায় পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের আটক করা হয়েছে।