ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় প্রগতিশীল ছাত্র জোটের মশাল মিছিলে পুলিশের লাঠিচার্জ ও গ্রেপ্তারের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
শনিবার বিকাল সাড়ে তিনটায় দুর্গাপুর উপজেলার নাজিরপুর মোড়ে প্রেসক্লাব চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল ছাত্রদের মুক্তির দাবীসহ লেখক মুশতাক আহমেদের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানান। সেইসাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানায় তারা।
এছাড়াও সকল বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা চালু করার জন্য সরকারের কাছে দাবী জানানো হয় এই মানববন্ধন থেকে।
মানববন্ধনে ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
বক্তব্য রাখেন, যুব ইউনিয়ন উপজেলা সভাপতি নজরুল ইসলাম, নেত্রকোনা জেলা যুব ইউনিয়ন সহ সভাপতি জুয়েল রানা, ছাত্র নেতা করিরুল ইসলাম, খাজিদাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নেতৃবৃন্দ।