ওশেনিয়া সফরে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। এমনকি সেখানে এর আগে কখনই কোন ম্যাচ জেতেনি বাংলাদেশ। সব ফরম্যাটেই ভরাডুবি ভাবাচ্ছে দলকে। তবে, উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে, নিউজিল্যান্ডে ভালো করা সম্ভব বলে জানালেন মেহেদী হাসান মিরাজ।
চ্যালেঞ্জ আছে, থাকবে সেটাই স্বাভাবিক। আবহাওয়া-কন্ডিশনের কারণে তার মাত্রাটা বাড়বে এটাও অনুমেয়। তবে, নিজেদেরকে একেবারে ফেলে দিতে চাইলেন না মিরাজ। জানালেন, পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকলে সম্ভব ভালো কিছু।
বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বললেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রঙিন পোশাকে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ব্যাটিং বোলিং খুব ভালো হয়েছে। ধারাবাহকতা ধরে রাখতে পারলে বিরুদ্ধ কন্ডিশনেও ভালো করা সম্ভব।
নিউজিল্যান্ডে বাংলাদেশের সেরা পারফরমার সাকিব আল হাসান। অথচ তাকে ছাড়াই চ্যালেঞ্জটা নিতে হচ্ছে টাইগারদের। এ কারণে চাপের মাত্রা বেশি থাকলেও, সেটা নিয়ে পড়ে থাকতে রাজি নয় মিরাজ।
মেহেদী হাসান মিরাজ বললেন, সাকিব ভাই না থাকাতে অবশ্যই আমরা কিছুটা ব্যাকফুটে থাকবো। তবে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। দলে আমার যা দায়িত্ব তা শতভাগ করতে চাই। অন্যরাও এভাবে ভাবলে জয় অসম্ভব নয়।
দেড় মাসের নিউজিল্যান্ড সফরে সমান তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।