লক্ষীপুর প্রতিনিধি: ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা রক্ষা কার্যক্রম সুষ্ঠ ভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা ২৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) লক্ষীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো: বিল্লাহ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কাসেম প্রমুখ।
সভায় জানানো হয় আগামী মার্চ-এপ্রিল জাটকা সংরক্ষণ উপলক্ষে লক্ষীপুরের মেঘনা নদীতে ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ।
এসময় কেউ যেন আইন ভঙ্গ করে নদীতে মাছ ধরতে না পারে সেই লক্ষ্যে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, কোষ্ট গার্ড, নৌপুলিশ, জনপ্রতিনিধিদের সহযোগীতা কামনা করা হয়। এসময় জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।