রাজবাড়ী রেলস্টেশনের অদূরে ড্রাইচ এলাকায় মোবাইলে কথা বলা অবস্থায় রেল লাইন পার হবার সময় আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে ট্রেনে কাটা পড়ে ফিরোজ সরদার নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
এ নিয়ে চলতি মাসে রাজবাড়ী-পোড়াদহ ও রাজবাড়ী-গোপালগঞ্জগামী ট্রেনলাইনে তিন ব্যক্তি কাটা পড়ে নিহত হলো।
রোববারের নিহতের রাজবাড়ী সদরের চরনারায়ন পুর গ্রামের ধুনাই সরদারের ছেলে ফিরোজ সরদার।
খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে।