চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনা-Accident

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ‌্য নিশ্চিত করে জানান, বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী মারসা পরিবহনের একটি বাসকে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

Share this post

scroll to top