ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র আঞ্চলিক শাখা কমিটি গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল আশরাফুল হক জর্জকে আহ্বায়ক ও ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামালকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।
এর আগে কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে ও ‘অভ্যুদয়’ সভাপতি আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় দীর্ঘ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল আশরাফুল হক জর্জ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম।
এসময় অন্যানদের মাঝে আরও বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডান জহিরুল আলম ঢালী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খাঁন, মোক্তিযোদ্ধা ফাউন্ডেশন ভালুকা শাখার সভাপতি খোরশেদ আলম জর্জ মিয়া, ভালুকা সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিন, সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ ওয়াসেক আল আমীন শিপন, এ্যাপোলো ইনিস্টিটিউট অব কম্পিউটারের অধ্যাক্ষ এ.আর.এম শামছুর রহমান লিটন, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান খাঁন, ভালুকা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদেকুর রহমান তালুকদার, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, কালের কণ্ঠের সাংবাদিক মোকলেসুর রহমান মনির, আনন্দ টিভির সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী প্রমুখ।