লক্ষীপুরে ভাষা শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা

Laxmipur২১ শে ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস লক্ষীপুরে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র   শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

একুশে ফেব্রæয়ারীর প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে লক্ষীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ল²ীপুর জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ. এইচ. এম কামরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান, জেলা আওয়ামীলীগ,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, লক্ষীপুর সদর আসনের এমপি একে এম শাহজাহান কামালের পক্ষ থেকে, লক্ষীপুর পৌরসভা, উপজেলা প্রশাসন, জেলা ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পন করেন।

এছাড়া লক্ষীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের গভীর শ্রদ্ধা জানান ।

এছাড়া একুশে প্রথম প্রহরে সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জেলার বিভিন্ন স্কুল কলেজে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, র‌্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা।

বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা পুরুষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share this post

scroll to top