গৌরীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা

 

ময়মনসিংহের গৌরীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে হাসান মিয়া (১৬) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত হাসান মিয়া উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর দক্ষিণ পাড়ার রাজু মিয়ার ছেলে। তিনি নির্মাণ শ্রমিক ছিল বলে জানা গেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ৭টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি হালিম সিদ্দিকী।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যার পর উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর দক্ষিণ পাড়ার কিশোর হাসান মিয়াকে কে বা বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে খুন করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। তবে কেন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Share this post

scroll to top