মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন শাহীন আলম নামে এক ব্যক্তি। দূর থেকে ট্রেন বারবার হুইসেল বাজালেও শুনতে পাননি তিনি। আশপাশের অনেক লোক চিৎকার করে লোকটিকে ডাকলেও ওদিকে তার সাড়া ছিল না। পরে ডেমু ট্রেনের নীচে কাটাপড়ে তার করুণ মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন আলমের (৪৭) নগরীর ষোলশহর এলাকায় বাসিন্দা। চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি মোস্তাফিজ ভূঁইয়া নয়া দিগন্তকে জানান, দুপুর আড়াইটার দিকে ষোলশহর দুই নম্বর গেইটের ক্রসিং এলাকায় ডেমু ট্রেনের নিচে কাটা পড়েন শাহীন আলম। মোবাইলে কথা বলার সময় ট্রেনের হুইসেল শুনতে পাননি তিনি। ট্রেনের ধাক্কায় শাহীন রেললাইন থেকে আনুমানিক ২০-৩০ গজ দূরে ছিটকে পড়েন।