কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

কানাডার ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় তিন মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির আরবর্গ শহরের উত্তরে ভোরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- আদিত্য নোমান, আরানুর আজাদ চৌধুরী ও রিসুল বাঁধন। তাদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। তারা ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

এ ব্যাপারে বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত ৩ ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন। কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিত ছিলেন।
এ ঘটনায় ম্যানিটোবাসহ সারা কানাডায় শোকের ছায়া নেমে আসে।

Share this post

scroll to top