ময়মনসিংহের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য জিলা স্কুলের বিগত ৫০ বছরের শিক্ষার্থীরা এক হয়ে আয়োজন করেছেন এক ব্যতিক্রমী ক্রিকেট প্রতিযোগিতার। গত ৫০ বছরের সাবেক শিক্ষার্থীরা ৩৮টি দলে ভাগ হয়ে এ প্রতিযোগিতায় অংশ নেবেন। আজ বৃহস্পতিবার (১৮ ফ্রেব্রুয়ারী) সন্ধায় টুর্নটামেন্টের উদ্ধোন করা হয়েছে।
আগামীকাল ১৯ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হয়ে এ খলা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অনেক খেলাতে স্কুলের সাবেক ছাত্র হিসেবে পিতা-পুত্র ভিন্ন ভিন্ন দলে অংশ নেবেন। ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। জাতীয় দলের একাধিক খেলোয়ারসহ বেশ কয়েকজন মন্ত্রী-এমপিও এ খেলাতে অংশ নেবেন।
খেলাকে কেন্দ্র করে স্কুলের ছাত্রবাসের মাঠে এক মিলনমেলার সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা। খেলার সকল প্রস্তুতি এরই মাঝে শেষ হয়েছে। আয়োজকরা জানান জিলা স্কুল এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাব প্রতিযোগিতাটির আয়োজন করেছে।
এদিকে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্কুলের সাবেক শিক্ষার্থী এহতেশামুল আলম, শেখ আমজাদ আলী, আরিফ চৌধুরী রাসেল, হাবিবুল্লাহ বাবু, শরিফুজ্জামান সোহেল, মাইনুদ্দিন লস্কর রিগ্যান, মোহাম্মদ আলী তাতুল প্রমুখ।