ঢাকায় প্লট পেয়েছেন ময়মনসিংহের ৯ সাংসদ

mymen MPময়মনসিংহ বিভাগের ৯ সংসদ সদস্যসহ সারা দেশে গত তিন বছরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট পেয়েছেন ১৪৬ সাংসদ। এই তিন বছরে সংরক্ষিত কোটায় গত তিন বছরে বিভিন্ন আকারের প্লট পেয়েছেন সাংসদসহ কমপক্ষে ২৮৫ জন।

সংসদ সদস্য হিসেবে সংরক্ষিত কোটায় ময়মনসিংহ বিভাগে যারা প্লট পেয়েছেন তারা হলেন ফাহমী গোলন্দাজ বাবেল (ময়মনসিংহ-১০), জুয়েল আরেং (ময়মনসিংহ-১)।

প্লট পেয়েছেন সালাউদ্দিন আহমেদ মুক্তি (ময়মনসিংহ-৫), শরীফ আহমেদ (ময়মনসিংহ-২), আনোয়ারুল আবেদীন খান তুহিন (ময়মনসিংহ-৯), নাজিম উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-৩), ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু (নেত্রকোনা-৩), ছবি বিশ্বাস (নেত্রকোনা-১), মোহাম্মদ মামুনুর রশিদ (জামালপুর)।

Share this post

scroll to top