জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা মুসলিমদের প্রত্যাবর্তনে মিয়ানমারের কার্যক্রমের সমালোচনা করে একে ‘খুবই ধীরগতির’ বলে উল্লেখ করেছেন। তাদের এই ধীরগতির কারণে হতাশা সৃষ্টি হয়েছে বলেও মনে করেন জাতিসঙ্ঘ মহাসচিব।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মহাসচিব।
প্রায় আট লাখ রোহিঙ্গা মুসলিম মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মিয়ানমারের সামরিক বাহিনীর নির্মম অত্যাচার থেকে বাঁচতে প্রতিবেশি বাংলাদেশে তারা আশ্রয় নেন। ২০১৭ সালের ২৫ আগস্ট সেদেশে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্মম অত্যাচার শুরু হয়।
মিয়ানমার বাংলাদেশের সাথে কিছু রোহিঙ্গা মুসলিমকে প্রত্যাবর্তনের জন্য চুক্তি করেছে। কিন্তু বিশ্ব সংস্থাটি রোহিঙ্গা মুসলিমদের প্রত্যাবর্তনের জন্য নিরাপদ আশ্রয় ও তাদের নিরাপত্তার উপর গুরুত্বারোপ করেছেন।
জাতিসঙ্ঘের মহাসচিব বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে মিয়ানমারের ভূমিকায় আমি খুবই হতাশ,এবং তাদের (রোহিঙ্গাদের) ভোগান্তি আমাকে পীড়া দিচ্ছে। তিনি আরো বলেন, আমরা তাদের ফিরে যাওয়ার উপর গুরুত্বারোপ করছি কিন্তু এজন্য সবার আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।