বিএনপির প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। পরে পুলিশী বেষ্টনির মধ্যেই নগরীর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত কর্মসুচীতে যোগদান করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে নগরীর বিভিন্ন এলাকা থেকে শ্লোগান দিতে দিতে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসার পথে পুলিশ বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির পৃথক সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রথম যুগ্ম-আহবায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম-আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, কাজী রানা, শাহ শিব্বির আহমদ বুলু, শামীম আজাদ ও এ কে এম মাহবুবুল আলম, যুবদলের জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল আলম রাজু, মহানগর সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শহিদুল আমিন খসরু, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, মহানগর সভাপতি রিপন তালুকদার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সাল, ছাত্রদলের ভারপ্রাপ্ত জেলা সভাপতি তাপস সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, মহিলাদলের জেলা সভাপতি ফরিদা ইয়াসমীন পারভীন, মহানগর সভাপতি খালেদা আতিক, সাধারণ সম্পাদক আতিয়ার ফাইরাজ মলি, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সায়িদ, সাধারণ সম্পাদক মফিদুল হক মোহন, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। বক্তারা স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহবান জানান। সমাবেশ চলাকালে নতুনবাজার মোড় থেকে বাতিরকল সড়কে যানজটের সৃষ্টি হয়। ##