ফুটবলে কামড়ানোর জন্য আলাদা ‘পরিচিতি’ আছে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের। এবার আলোচনায় স্প্যানিশ মিডফিল্ডার এদু বেদিয়া। ভারতের ক্লাব এফসি গোয়ায় খেলেন ৩১ বছর বয়সী বেদিয়া। গোয়ার অধিনায়কও তিনি। পরশু চেন্নাইয়িন এফসির বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কোমরে কামড়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
গত শনিবার ভারতের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইয়িনের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে গোয়া। চেন্নাইয়িনের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে যোগ করা সময়ে চেন্নাইয়িনকে ড্র এনে দেওয়া দ্বিতীয় গোলটি করেন ইশান পান্ডিতা। এই ড্রয়ে ১১ দলের লিগের পয়েন্ট তালিকায় গোয়া উঠে এসেছে ৪ নম্বরে।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে চেন্নাইয়িনের দীপক টাংরির সঙ্গে বল দখলের লড়াই চলছিল বেদিয়ার। মাটিতে পড়ে ছিলেন বেদিয়া, এমন সময়ে লাফিয়ে বল হেড করার পর টাংরি পড়েন বেদিয়ারই ওপর। ক্ষিপ্ত হয়ে টাংরির পাঁজরের একটু নিচে কামড়ে দেন বেদিয়া। ব্যথায় চিৎকার করতে করতে মাটিতে গড়াতে থাকেন টাংরি।
চেন্নাইয়িনের প্রধান কোচ সিসাবা লাজলো ম্যাচের পর এ নিয়ে প্রশ্নে বলেছেন, এদু বেদিয়া কী করেছে, সেটা জানতে আপনাকে প্রশ্নটা দীপক টাংরিকেই করতে হবে।
আশ্চর্যজনকভাবে রেফারি তখন শুধু হলুদ কার্ড দেখান বেদিয়াকে। হয়তো রেফারি ঠিকভাবে দেখেননি ঘটনাটা, সে কারণে তখন বেঁচে যান স্প্যানিশ মিডফিল্ডার। কিন্তু চেন্নাইয়িন ছাড়েনি। ম্যাচের পর লিখিতভাবে অভিযোগ করে ভারতের ফুটবল ফেডারেশন এআইএফএফে।
মাদ্রিদভিত্তিক স্প্যানিশ দৈনিক ‘এএস’ লিখেছে, বেদিয়াকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করতে পারে এআইএফএফ। নিষেধাজ্ঞাটা পুরো মৌসুমের জন্যও হতে পারে।