শেরপুর পৌরসভার শেরী পাড়া এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থদের সংঘর্ষের খবর সংগ্রহ কালে ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি এস এম জুবায়ের দীপ আহত, এ ঘটনায় আটক করা হয়েছে ৩ জনকে।
আজ ১৫ ফেব্রুয়ারি সোমবার রাতে শেরপুর পৌরশহরের পূর্ব শেরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে দূর্বৃত্তের হামলায় ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি ও শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক এস এম জুবায়ের দীপ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে তিন জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চতুর্থ ধাপের পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর নাহিদ হাসান ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সংবাদ সংগ্রহে গেলে ডিবিসির প্রতিনিধি এসএম জুবায়েরের উপর হামলা করে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুরশীদুর রহমান আকন্দের অনুসারীরা। এসময় তার মোবাইল ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন কর্মরত অন্য সাংবাদিকরা।
বর্তমানের আহত সাংবাদিক এস এম জুবায়ের দীপ শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।