বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশের উত্তরাঞ্চলে ফসল উৎপাদন বৃদ্ধিতে পরিবেশবান্ধব চাষাবাদ প্রক্রিয়া বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সংশ্লিষ্ট প্রজেক্টের পিআই ড. এ. কে. এম. জাকির হোসেন কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিচার্স সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু হাদী নূর আলী খান এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম।
এছাড়াও সংশ্লিষ্ট প্রজেক্টের কো-পিআই ড. মোঃ শামীম হোসাইন মোল্লা সহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।