রুটির প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ‘ধর্ষণ’ করলেন ৫১ বছরের ব্যক্তি

কুমিল্লায় বন রুটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম নজু (৫১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের আলী আজ্জম বেপারীর ছেলে।

ভিকটিমের মা জানান, রবিবার বিকেল ৫টার দিকে বাগান বাড়িতে বন্ধুদের সাথে খেলা করার সময় অভিযুক্ত নজু মেয়েটিকে রুটি খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে একটি ঘরে নিয়ে যায়। তখন মেয়ের সাথে খেলতে থাকা আরেকটি ছেলে শিশু ছিল। ছেলেটাকে ঘর থেকে বের করে দিয়ে মেয়েকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে। মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন এসে জড়ো হয়। তখন তিনি এসে দেখেন নজু ঘর থেকে পালিয়ে যাচ্ছেন।

শিশুটিকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
শিশুটির মা কান্নায় ভেঙে পড়ে বলেন, তিনি নজুর শাস্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেন।

এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, বিষয়টা আমি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান শিশুটির বাবা।

Share this post

scroll to top