জামালপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

জামালপুরে এক মুদি দোকান ব্যবসায়ীকে হত্যার মামলার রায়ে ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সিমারপাড় এলাকার মুদি দোকান ব্যবসায়ী আক্কাস আলী ওরফে সাদা আক্কাস জুয়া খেলায় আসক্ত ছিলো। ২০১৪ সালের ২৪ এপ্রিল রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ওইদিন রাতেই হানিফ মিস্ত্রি, মো: ফরিদ ও সাজেল বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে আক্কাস আলীর ভাই মো: শওকত হোসেনকে জানায় কুটিরঘাট এলাকায় আক্কাস আলী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আক্কাস আলীর পরিবার রাতেই কুটিরঘাট এলাকায় গিয়ে খোঁজাখোঁজি করেও আক্কাস আলীর খোঁজ পায়নি। পরেরদিন সকালে শাজপাড়া গ্রামের কুটিরঘাট এলাকায় একটি ধান ক্ষেতের ভেতর থেকে আক্কাস আলীর মৃতদেহ উদ্ধার হয়। যেখানে আক্কাস আলীর লাশ উদ্ধার হয় তার কাছাকাছিই হানিফ মিস্ত্রির বাড়ির আঙ্গীনায় প্রায়ই জুয়ার আসর বসতো। এ ঘটনায় নিহতের ছেলে মো: সাইফুল ইসলাম ২০১৪ সালের ২ মে বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি আদালতে দীর্ঘ বিচারকার্য শেষে এবং সকল সাক্ষির সাক্ষ্য গ্রহণে অপরাধ প্রমাণিত হওয়ায় বকশীগঞ্জের উত্তর মাঝপাড়া কুটিরঘাট গ্রামের মৃত সালাম মিস্ত্রির ছেলে হানিফ মিস্ত্রি(৪৫), একই এলাকার মো: বাচ্চু মিয়ার ছেলে মো: ফরিদ(৩৫), বকশীগঞ্জের চরকাউরিয়া সিমারপাড় গ্রামের মো: আ: লতিফের ছেলে মো: ফরিদ মিয়া(৪০) ও একই এলাকার মৃত হাসেন আলীর ছেলে মো: আহাদ আলীকে(৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন এই দণ্ডাদেশের রায় প্রদান করেন। বাকি ৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে বেকুসুর খালাসের রায় প্রদান করেন।

Share this post

scroll to top