পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

জেলা বিএনপির আয়োজনে রবিবার দুপুরে বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে নেতৃবৃন্দ। এসময় প্রধান ফটকের সামনেই পুলিশ বাধা দেয়। পরে সেখানেই একটি প্রতিবাদ সভা করে নেতাকর্মীরা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মানিক।
এসময় বক্তারা বলেন, বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি । আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাবকে অস্বীকার করা মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকারকে উৎখাত করার ঘোষণা দেন তারা।

Share this post

scroll to top