নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে ট্রাক, নিহত ২

দুর্ঘটনা-Accident

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে ট্রাক পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৬টার দিকে তামাবিল থেকে সিলেটগামী ট্রাক ধামরাই ব্রিজে উঠার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তখন ঘটনাস্থলেই্ দুজন নিহত হন। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও দমকল বাহিনীর একটি দল ট্রাকের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে। পরে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ দুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতরা হলেন জৈন্তাপুর থানাধীন নিজপাট ইউনিয়নের বন্দরহাটি গ্রামের আব্দুস সোবহানের ছেলে এবাদুর রহমান খোকন (২৭) ও গোয়াইনঘাট থানাধীন নলজুরি পশ্চিমপাড় গ্রামের মাহতাব হোসেনের ছেলে রাসেল আহমদ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন আলী বলেন, ধারণা করা হচ্ছে- চালক রাত জেগে ট্রাক চালিয়েছেন। না ঘুমানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

Share this post

scroll to top