ঠাকুরগাঁওয়ের মহিলা কলেজ ভোটকেন্দ্র হাতবোমা বিস্ফোরণ করেছে এক দুর্বৃত্ত।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে মুখোশ পরা এক দুর্বৃত্ত এই বিস্ফোরণ ঘটায়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি তানভিরুল ইসলাম বলেন, ‘আমি ঘটনা শুনেছি। তাৎক্ষণিকভাবে ওই দুর্বৃত্তের পরিচয় জানা যায়নি। সঙ্গে সঙ্গে ওই কেন্দ্র পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। তবে এটা কোনো ভারী বিস্ফোরক ছিলো না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এ বিষয়ে ভোটারদের উদ্বেগের কোনো কারণ নাই।’