লক্ষীপুর কমলনগরে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

লক্ষ্মীপুর কমলনগরে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার pic-1লক্ষীপুরের কমলনগরে হাজির হাট মার্কাজুল উলূম কওমি মাদরাসার এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগ ওঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার সকালে অভিযুক্ত মোল্লা গিয়াস উদ্দিন নামের ওই মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

পরে তাকে গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। শিক্ষক গিয়াস একই উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মো: নাজিম উদ্দিনের পুত্র।

কমলনগর থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে হাজির হাট মাকরাজুল উলুম কওমি মাদরাসার শিক্ষক গিয়াস ছাত্রদের আবাসিক হলে গভীর রাতে প্রবেশ করে ১২ বছরের ওই শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে।

পরে ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করলে ওই শিক্ষার্থীকে একটি রুমে তালা বন্ধ করে রাখেন শিক্ষক।

পরের দিন দুপুরের খাবারের সময় শিক্ষার্থী পালিয়ে গিয়ে তার পরিবারকে জানালে শিশুটির পরিবার শুক্রবার বিকেলে কমলনগর থানায় অভিযোগ দায়ের করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পুলিশ অভিযান চালিয়ে ঘটনার প্রধান আসামী কে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top