আগামীকাল শনিবার সরকারি ভাবে সারাদেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর যে কর্মসূচি ছিল, তা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি স্থগিতের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণ বশত আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। ক্যাম্পেইনের পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে।’
বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের কোনো কারণ জানানো হয়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্রে জানা গেছে, ক্যাপসুলগুলোর মান নিয়ে প্রশ্ন উঠায় এ কর্মসূচি স্থগিত করা হয়েছে। নতুন ক্যাপসুল এনে আগামী দুই সপ্তাহের মধ্যে এ কর্মসূচি পুনরায় বাস্তবায়ন করা হতে পারে।
আগের ঘোষণা অনুযায়ী, শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দুই কোটির বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল।