নান্দাইলে ৩৮ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

Rapeময়মনসিংহের নান্দাইলে অপহরণের ৩৮ দিন পর ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী হিমেল নামে (২০) এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে হিমেলসহ সাতজনকে প্রধান আসামি করে নান্দাইল থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ওই ছাত্রী নান্দাইল উপজেলার বাসিন্দা। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে। গত প্রায় দুই বছর ধরে প্রতিদিন প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই ছাত্রীকে উত্যক্ত করতেন হিমেল।

উত্যক্তের ঘটনাটি হিমেলের পরিবারকে জানালেও কোনো কাজে আসেনি। এ অবস্থায় গত ৩ জানুয়ারি ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় বিয়ের প্রলোভনে তাতে অপহরণ করে নিয়ে যান হিমেল। এ ঘটনার পর সামাজিকভাবে ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করেও মেয়েকে ফেরত পায়নি তার পরিবার।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উজ্জ্বল সাহা বলেন, প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার রাতে কটিয়াদি উপজেলার সদরের একটি ভাড়া বাসা থেকে অপহরণকারীসহ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, শনিবার (১৩ ফেব্রুয়ারি) ওই স্কুলছাত্রীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে গ্রেপ্তার হিমেলকেও আদালতে পাঠানো হবে।

Share this post

scroll to top