পূর্বধলায় চিতা বাঘের শাবক আটক

নেত্রকোনার পূর্বধলায় ফিসারীতে মাছ খেতে এসে শ্রমিকের হাতে ধরা পড়েছে চিতা বাঘের শাবক।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে একটি ফিসারী থেকে ফিসারীর শ্রমিক হৃদয় নামের এক ব্যক্তি ওই চিতা বাঘের শাবকটি আটক করে।

স্থানীয়রা জানান, উপজেলা সদরের এটিএম ফয়জুর সিরাজ জুয়েলের কালডোয়ার গ্রামে ওই ফিসারীতে সন্ধ্যায় চিতা বাঘের শাবকটি মাছ খেতে নামলে ফিসারী শ্রমিক হৃদয় শাবকটিকে শিয়াল ভেবে লাঠি দিয়ে আঘাত করলে শাবকটি আহত হয়ে পড়ে যায়। পরে কৌশলে তাকে আটক করে। খবর পেয়ে উৎসুক জনতা চিতা বাঘের শাবকটি দেখতে ভীড় জমায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম জানান খবর পেয়েই তিনি ঘটনাস্থল পদির্শন করেছেন।

ইতোমধ্যেই শাবকটি উদ্ধার করা হয়েছে ও এটি সুস্থ আছে কিনা তা দেখার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সাথে আলোচনা করে পরিচর্যার পর নিরাপদ স্থানে এটি অবমুক্ত করা হবে।

Share this post

scroll to top