ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক, আহত ৪

truckঝিনাইদহের কালীগঞ্জ শহরে পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকান ভেঙে ফেলেছেন ট্রাকচালক। এতে চার ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে শহরের হকচিড়া মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন– উপজেলার তালসার গ্রামের নুরচান মণ্ডলের ছেলে সাবজাল হোসেন (৫৫), দামুদারপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৫০), সানবান্দা গ্রামের মজিবর রহমানের ছেলে মুশফিকুর রহমান (৫০) ও দয়াপুর গ্রামের আইয়ুব হোসেনের ছেলে বিপুল হোসেন (৩৫)।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকাল ৭টার দিকে পথচারীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে ট্রাক। এ সময় দোকানের মালিক আব্দুর রাজ্জাকসহ চারজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচে চাপা পড়া একজনসহ চারজনকে উদ্ধারকে হাসপাতালে পাঠায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ গোপাল দাস বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের যশোরে রেফার্ড করা হয়েছে।

Share this post

scroll to top