ময়মনসিংহ প্রেসক্লাব সদস্যদের স্বাস্থ্যসেবা কর্মসুচী-২০২১ এর অধিনে প্রেসক্লাব চিকিৎসা উপ-কমিটির উদ্যোগে সিটি করপোরেশনের সহযোগিতায় প্রেসক্লাব সদস্য ও পরিবারের টিকা প্রদানের জন্য নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়।
সকাল ১১টায় নিবন্ধন শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত ৬১জন সদস্য ও তাদের পরিবারের সদস্যগণ নিবন্ধন করেন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের বুথে গিয়ে টিকা গ্রহণ করেন। নিবন্ধন চলাকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা ও ড. মুহাম্মদ নুরুল্লাহ, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, প্রেসক্লাব চিকিৎসা উপ-কমিটির আহবায়ক ডা. কে আর ইসলাম, কোষাধ্যক্ষ নিয়ামুল কবির সজল, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শরীফুজ্জামান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদ, নির্বাহী সদস্য আতাউল করিম খোকন, মীর গোলাম মোস্তফা ও জাহাঙ্গীর কবির জুয়েল, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি নওয়াব আলী, সাবেক সাধারণ সম্পাদক মোমতাজ উদ্দিন, মোশাররফ হোসেন, এ এইচ এম মোতালেব ও শেখ মহিউদ্দিন আহাম্মেদ, ক্লাব সদস্য অ্যাডভোকেট ফকরুজ্জামান, আব্দুল হাসিম, জগদীস চন্দ্র সরকার, কুমকুম সরকার, আবুল কাশেম, আব্দুল মজিদ, ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, সালাহ উদ্দিন বেলাল, মইনউদ্দিন রায়হান ও জহিরুল হকসহ ক্লাব সদস্যদের পরিবার উপস্থিত ছিলেন। এছাড়াও কয়েকজন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রেসক্লাব কেন্টিনের কর্মচারিও টিকার নিবন্ধন করেন। ##