ভারতের সিরাম ইনষ্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড- অ্যাস্ট্রোজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকার প্রথম চালান ৬০ হাজার ডোজ পেয়েছে লক্ষীপুর। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশ মতো গত ৭ ফেব্রুয়ারী আনুষ্ঠানিক ভাবে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করা হয়।
ভ্যাকসিন দেওয়া নিয়ে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মাঝে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে। অনেকে ভ্যাকসিন প্রয়োগের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করতে দেখা গেছে।
এ দিকে জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের জানান, (রোব-মঙ্গলবার) ৩ দিনে ল²ীপুর জেলায় ৪২৫২ ভ্যাকসিন গ্রহন করেছে। এর মধ্যে সদর ২৩৫৬,রামগঞ্জ ৬৭৭,রামগতি ৪৫৮,কমলনগর ৪২৬, রায়পুর উপজেলায় ৩৩৬ জন।
অনেকে রেজিষ্ট্রেশন করছে প্রতিদিন। আমরা স্বাস্থ্য বিভাগ ও রেড ক্রিসেন্ট সোসাইটির লোকদের সমন্বয়ে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সদর হাসপাতাল প্রাঙ্গণে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মোট ২১ টি বুথ রাখা হয়েছে। যারা রেজিষ্ট্রেশন করতে পারেনি তাদের রেজিষ্ট্রেশন করিয়ে দেওয়া হচ্ছে টিকা কেন্দ্রে।
এ পর্যন্ত যারা দিয়েছে তাদের কারোর কোন ধরনের সমস্যা হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
মঙ্গলবার জেলা ও দায়রা, ল²ীপুর জেলা পুলিশ সুপার ড. এ. এইচ. এম কামরুজ্জামান টিকা গ্রহন করেছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।