নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘উইমেন পিস ক্যাফের’ নতুন কমিটি গঠন

JKKNIUজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নারী শিক্ষার্থীদের নিয়ে সংগঠন ‘উইমেন পিস ক্যাফে’র আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছেন উইম্যান পিস ক্যাফের প্রধান পৃষ্ঠপোষক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, চিফ মেন্টর অলি উল্লাহ, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। এই কমিটিতে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মেশকাতুল জিনান, সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা।

ইউএনউইমেনের অর্থায়নে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের (সিপিজে) তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নারী উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণের পর শ্রেষ্ঠ বিজনেস আইডিয়া প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে উইমেন পিস ক্যাফে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, প্রতিষ্ঠিত এই উইমেন পিস ক্যাফের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, নারীদের উদ্ভাবনী চিন্তার প্রয়োগ-বাস্তবায়ন এবং নারী উদ্যোক্তা তৈরিতে একটি সৃষ্টিশীল প্লার্টফর্মের কাজ করবে। সেইসঙ্গে সব ভালো উদ্যোগে তাদের পাশে থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Share this post

scroll to top